চুল পড়া বা টাক হয়ে যাওয়া একটি খুব সাধারণ সমস্যা। তবে, বর্তমানে এ সমস্যা যেন একটু বেশিই দেখা যায়। এর পেছনে দূষণ, নিম্নমানের খাদ্যাভ্যাস এবং মানসিক চাপ অন্যতম কারণ।
তবে কারণ যাই হোক না কেন, চুল পড়া নিয়ে দুঃশ্চিন্তায় ভোগেন না এমন মানুষ পাওয়া যাবে না। আর এ কারণে ব্যয়বহুল চিকিৎসাও গ্রহণ করে থাকেন বহু মানুষ। কিন্তু এর পেছনে কাড়ি কাড়ি টাকা খরচ না করে আপনার রান্নাঘরে থাকা সবজিতেই পেতে পারেন জাদুকরি সমাধান। সবজিটি হলো টমেটো।
টমেটোর রস চুলের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে। পুষ্টিতে ভরপুর টমেটোতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, বায়োটিন এবং জিঙ্ক; যা চুলের ফলিকলগুলোকে পুষ্ট করতে এবং চুলকে শক্তিশালী করতে সাহায্য করে। টমেটোতে থাকা অ্যান্টি অক্সিডেন্টগুলো চুলকে ঘন এবং স্বাস্থ্যকর রাখে এবং ক্ষতি থেকে রক্ষা করে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক চুল পড়া রোধে কীভাবে ব্যবহার করবেন টমেটোর রস-
অ্যালোভেরা ও টমেটোর রস
টমেটোর পেস্ট এবং অ্যালোভেরা জেলের মাস্কও চুলের জন্য জাদুকরি কাজ করতে পারে। মাস্কটি চুলে লাগিয়ে ৪৫ মিনিটের জন্য রেখে দিন এবং তারপর ধুয়ে ফেলুন। মিশ্রণটি চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে এবং চুলকে স্বাস্থ্যকর করে তোলে।
নারকেল তেল ও টমেটোর রস
চুল পড়া বন্ধের আরেকটি কার্যকর প্রতিকার হল টমেটোর রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা। মিশ্রণটি হালকা গরম করে সারারাত মাথার ত্বকে লাগিয়ে রেখে, পরের দিন সকালে ধুয়ে ফেলুন। এটি চুলের বৃদ্ধি বাড়ায় এবং মাথার ত্বকে পুষ্টি জোগায়।
টমেটো ও পেঁয়াজের রস
যাদের চুল দ্রুত বড় হয় না, তাদের জন্য পেঁয়াজ এবং টমেটোর রসের মিশ্রণ খুবই উপকারী হতে পারে। মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন এবং পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সর্বোত্তম ফলাফলের জন্য, সপ্তাহে দুবার এসব প্যাক ব্যবহার করতে পারেন।
সূত্র: যুগান্তর