চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা সময় চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল এ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজের মাটি কেটে ও ফলক উম্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
শিক্ষার উন্নয়নের জন্য প্রয়োজন শ্রেণিকক্ষ ও পাঠদান কক্ষ। শ্রেণী কক্ষ ও শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার স্কুল ও কলেজে নতুন নতুন ভবন নির্মাণ করছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল এ্যান্ড কলেজে ১তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৮৫ লাখ টাকা ব্যায়ে কুষ্টিয়ার সৈকত এন্টার প্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মান কাজ করছে। চুয়াডাঙ্গা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভবন নির্মান কাজের তদারকি করছে।
ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবু রাসেদ, চুয়াডাঙ্গা কলেক্টেরেট স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলি ফজলুর রহমান সহ চুয়াডাঙ্গা কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ।