চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,একটি জেলার সুন্দরতম পরিবেশ সৃষ্টি হয় সেই জেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ ভূমিকা পালনের মাধ্যমে।
আইনশৃঙ্খলার উন্নয়ন, শহরের যানজট নিরসন, লাইসেন্সবিহীন ওষুধের দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভেজাল কসমেটিকস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতা পরিহার করে দ্রুত বিচার সম্পন্ন এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপর তিনি গুরুত্বারোপ করেন।
এছাড়াও জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, ঔষুধের অনিয়ম প্রতিরোধ সংক্রান্ত জেলা অ্যাকশন কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বিপিএম (সেবা),চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি অফিসার শামীম ভূইয়া সহ এসময় বিভিন্ন দপ্তরের সরকারি প্রধানগণ,, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যদের অংশগ্রহনে জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়।