প্রায় তের কোটি টাকা ব্যায়ে চুয়াডাঙ্গা পৌরসভার ভূগর্ভস্থ পানি শোধনাগার উদ্বোধন করা হয়েছে। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর খোকন মুন্সি, সিরাজুল ইসলাম মণি, সুলতান আরা রত্না, পৌর সচিব শরিফুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনকালে পৌর মেয়র বলেন, পানি শোধনাগারটি চালু করার ফলে পৌর এলাকার নাগরিকরা এখন থেকে সুপেয় নিরাপদ পানি পাবেন। যে পানি সম্পূর্ণ আর্সেনিক ও আইরনমুক্ত করে সরবরাহ করা হবে।
মেয়র বলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার প্রায় সাত হাজার গ্রাহককে প্রতিদিন ৩৫ লক্ষ লিটার নিরাপদ পানি সরবরাহ করা হবে। প্রথম পর্যায়ে এর জন্য গ্রাহককে বাড়তি কোনো বিল পরিশোধ করতে হবে।