চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৫২৭ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় শহীদ আলাউল হলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক পদধ্বনি অনুষ্ঠিত হয়।
১৫২৭ তম এই আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের জীবন সদস্য নটরাজ হারুন অর রশিদ।
স্বরচিত লেখা পাঠ করেন বনলতা, হুমায়ুন কবীর, কাজল গুরু, সুমন মালিক, এম এ মামুন হারুন অর রশিদ, আবু নাসিফ খলিল, শহিদুল ইসলাম, সুমন ইকবাল, জামাল উদ্দীন বেঙ্গলী প্রমুখ।
স্বরচিত লেখার উপর বিশদভাবে আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান।
বাংলা সাহিত্যের পুরোধা কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে বিস্তারিত আলোকপাত করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সুমন ইকবাল। অনুভূতি ব্যক্ত করেন শব্দসারি সংকলনের প্রকাশক ও সম্পাদক শেখ পিন্টু । অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।