চুয়াডাঙ্গা জেলার কুলপালা গ্রামে “পোর পিপুল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন” নামের একটি সে¦চ্ছাসেবী সংগঠনের উদ্যোগে তৃতীয় বারের মতো ৩ টি গরীব অসহায় পরিবারকে ছাগল প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার বিকাল ৫ ঘটিকার সময় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সংস্থাটির সভাপতি রাজীব হাসান বলেন, আমরা দেশের করোনা কালীন পরিস্থিতিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে এই তিনটি গরীব অসহায় পরিবারকে একটি করে ছাগল প্রদান করা হলো।
তিনি আরো বলেন, সংস্থাটির ফাউন্ডার রাসেল হাসান, বিপুল হোসেন, ফরাদ হোসেন প্রমুখ নিজেদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালনা করছেন এবং সংস্থাটিকে সামনের দিকে আরো অগ্রসর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উক্ত অনুষ্ঠানে মোঃ রাজিব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তানভীর হাসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, ক্যাশিয়ার রনি, দপ্তর সম্পাদক নয়ন, প্রচার সম্পাদক পারিকুল ইসলাম প্রমুখ।