চুয়াডাঙ্গা জেলার প্রবাহমান মাথাভাঙা নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে মাছ ধরা অব্যাহত রয়েছে।
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোমড় দিয়ে মাছ ধরছে ওদের খুটির জোর কোথায় সচেতন মহল মন্তব্য করছে আইন প্রয়োগকারী কর্মকর্তারা কি এ বিষয়টি কি ভুলে গেছে। তানাহলে কোন সাহসে কীসের জোরে এই অবৈধ্য কর্মকাণ্ড অব্যাহত রেখেছে যা সর্ব স্তরের জনগনের প্রতিবাদের ভাষা আইন প্রয়োগ কারী সংস্থার হাত কী এতই দূর্বল।
ইতি পূর্ব কয়েকবার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দাঁড়িয়ে থেকে এ কোমড়ের ডাল উঠিয়ে দিয়ে গেছে তার পরেও বার বার এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটেছে এই ধরনের অপকর্মের যদি প্রতিহত করা না যায় এর কুফল আমাদেরি ভোগ করতে হবে। নদী হারাচ্ছে তার নাব্যতা। বিলুপ্তি হচ্ছে দেশীয় প্রজাতির মাছ।
অবিলম্বে এই ধরনের অপকর্মে প্রতিহত না করতে পারলে আমাদের নদী গুলোর সর্বশেষ ঔতিহ্য হারিয়ে যাবে যা এলাকার সচেতন মহলের ধারণা বিষয়টি অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য উদার্ত আহব্বান জানিয়েছে সচেতন মহল সহ সর্বস্তরের জনগণ।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মুনিম লিংকন বলেন, এ সকল অবৈধ্য বাধ অপসারণ করা হবে।
মেপ্র/ আরপি