চুয়াডাঙ্গায় নতুন আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন জেলা হিসাব রক্ষণ অফিসের জুনিয়র অডিট কর্মকর্তা। বাকি দুজন জেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত। মঙ্গলবার এই পাঁচজনের পজিটিভ প্রতিবেদন আসে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ৬ মে চুয়াডাঙ্গা জেলা হিসাব রক্ষণ অফিসের এক কর্মকর্তা কোভিড-১৯ এ আক্রান্ত হন। এরপর ওই কার্যালয়ের আরো তিনজনের পজেটিভ প্রতিবেদন এসেছে। এছাড়া সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ও পরিবার পরিকল্পনা বিভাগের একজন মোট ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি জানান, জেলা হিসাব রক্ষণ অফিসের আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী। সকলেই জুনিয়র অডিট কর্মকর্তা। আক্রান্তরা সকলেই চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা।
এ পাঁচজন নিয়ে চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। এর মধ্যে একজন মারা গেছেন, একজন সুস্থ হয়েছেন এবং বাকিরা আইসোলেশনে আছেন।