চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যাবসায়ী শ্রী প্রসাদ সরকারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্ত শ্রী প্রসাদ সরকার (৪৫) দৌলতদিয়াড় চৌধুরী পাড়ার শ্রী বাদল সরকারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা এক টার দিকে গোপণ সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়াড়ে শ্রী প্রসাদ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রসাদ সরকারের শিকারোক্তিতে তার ঘরে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে প্রসাদ সরকারকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।