বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে এই প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আজ রবিবার সকাল সাড়ে নয়টার সময় চুয়াডাঙ্গা সদর থানা হতে র্যালি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
এ সময় তিনি বলেন, বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় ডেঙ্গু রোগী বিভিন্ন স্থানে সনাক্ত হচ্ছে ।ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রকার কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতাই চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বাহির করা হয়েছে।
উক্ত র্যালিতে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার ( দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১, সকল অফিসার ইনচার্জগণ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), সদর কেন্দ্রিক সকল ইন্সপেক্টরগণ, আরআই, পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।