চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালকদের সচেতন করার লক্ষ্যে পেট্রোল পাম্পগুলোতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের রেলবাজারে হক ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। জেলার ৪টি উপজেলার ১৮টি পেট্রোল পাম্পে পর্যায়ক্রমে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম শুরু করা হবে।
এ ব্যাপারে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, নিজেদের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রত্যেকেরই হেলমেট ব্যবহার করা উচিত। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ, টি. আই মাহবুব হোসেন, শাহাবুদ্দিন, আহসান হাবিবসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি