‘অভিগম্য আগামীর পথে’ এ শ্লোগানে চুয়াডাঙ্গায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০১৯ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরের ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে মেডিকেল অফিসার ডা. আওলিয়ার রহমান, সমাজ কল্যাণ পরিষদ সদস্য মুন্সি আলমগীর হান্নান ও শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বক্তব্য রাখেন।
এসময় দগ্ধ ও প্রতিবন্ধী পূণঃর্বাসন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চার ব্যক্তিকে ১ লাখ ১০ হাজার টাকা ঋণ প্রদান এবং একজন শিশুকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া ১১ জন প্রতিবন্ধীকে সহায়ক উপকরণ বিতরণ করা হয় ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য সরকারি সহায়তা বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধীদের বাদ রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাদের মূল¯্রােতের সাথে এগিয়ে নিতে হবে। এজন্য সমাজের সচেতন ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি