চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে সোমবার ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইণোভেশন ইউনিটের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমান এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। এই সকল উদ্যোগ গুলো দেশের অগ্রযাত্রা ও উদ্ভাবনী উদ্যোগ গুলো বাস্তবায়নে সকলে এক সাথে কাজ করতে হবে। এ সময় তিনি আরও বলেন, এই উদ্ভাবনী উদ্যোগ গুলো ইতিমধ্যে অনেক গুলো বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্ভাবনী উদ্যোগ গুলো একটি সাথে অন্যটির মিল রেখে তৈরি করা হয়েছে যা দেশের সকল অর্থসামাজিক উন্নয়ন কাজ করবে। এরপর তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন ও স্লাইড শো করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এ সময় তিনি বলেন, জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে জাতীয় পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অগ্রগতি আরও উন্নতি করার জন্য এই সকল উদ্ভাবনী উদ্যোগে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক,চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন সাজ্জাৎ হোসেন,চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া,চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান সহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রতিষ্ঠান আগত প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ গুলো (১) সবাই জন্য বিদুৎ (২) বিনিয়োগ বিকাশ (৩) সামাজিক নিরাপত্তা কর্মসূচি (৪) পরিবেশ সুরক্ষা (৫) কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ (৬) ডিজিটাল বাংলাদেশ(৭)আমার বাড়ি আমার খামার (৮) শিক্ষা সহায়তা (৯) আশ্রয়ন (১০) নারীর ক্ষমতায়ন