চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ডিসি সাহিত্য মঞ্চে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী চুয়াডাঙ্গার পরিবেশনে সন্ধ্যা সাড়ে ছয়টার সময় মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। মহান বিজয় দিবসে শিশু একাডেমি কতৃক আয়োজিত সংগীত আবৃত্তি ও চিত্রা অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সাহিত্য মঞ্চে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) নাজমুল হামিদ খান রেজা, চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা আইসিটি) কবির হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ সহ জেলা শিল্পকলা একাডেমীর শিল্পী ও কলাকৌশলীবৃন্দ সাংবাদিকবৃন্দ, সুশীল ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।