গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমাবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা সামাজিক বন বিভাগের আয়োজনে এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং র্যালি পরবর্তী আলোচনা সভা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক( প্রশাসন ও অর্থ),চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসরাফিল হোসেন,চুয়াডাঙ্গা বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ জি এম মোহাম্মদ কবির, চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা,চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম সহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা ও বন বিভাগ এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গণ উপস্থিত ছিলেন।
এসময় অতিথিবৃন্দ বাড়ির আঙ্গিনা ছাদে এমন কি পতিত জমিতে গাছ লাগানোর জন্য আহবান জানান এবং গাছ লাগিয়ে গাছের উপর সঠিক ভাবে পরিচর্যা করার জন্যও আহবান জনান । অতিথিবৃন্দ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।