চুয়াডাঙ্গায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। সারা বাংলাদেশে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ৩২৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করেছেন।
এ কার্যক্রমের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার ০৪ টি উপজেলা হতে ৩য় পর্যায়ে ৩১৭ টি ঘরের মধ্যে ১৫১ টি পরিবারের নিকট স্বপ্নের নীড় হস্তান্তর করা হয়।
অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র জনগনের জন্য প্রধানমন্ত্রীর অতি মূল্যবান এই উপহার প্রদান করা হয়। ৩য় পর্যায়ে ৩১৭টি ঘরের মধ্যে ১৫১টি গৃহ হস্তান্তর করা হয়। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪৯টি, আলমডাঙ্গায় ৪৩টি, দামুড়হুদায় ২৩টি ও জীবননগরে ৩৬টি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চুয়াডাঙ্গা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এর আয়োজনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪৯ টি ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগর টগর।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন,অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, এলজিইডির নির্বাহী প্রৌকশলী অমিতাব সানা, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া,ঘঝও উপ-পরিচালক জামিল সিদ্দিক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সভাপতি সরদার আল-আমিন,সাধারন সম্পাদক রাজীব হাসান কচি, জেলা আওয়ামীলিগের যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা,সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান,বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক সহ বীরমুক্তিযোদ্ধাগন,সরকারী দপ্তরের প্রধানগন,ইউপি চেয়ারম্যান আলি হোসেন জোয়ার্দ্দার,আল মাহামুদ রতন ও উপকারভোগী নারী-পুরুষ।
প্রধান অতিথী চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগর টগর সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামেন আ: আজিজ ও বেগমপুর ইউনিয়নের রেশমা খাতুনের হাতে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি হস্তান্তর করেন।