বাংলাদেশ সরকার ঘোষিত চৌদ্দ দিনের লকডাউন কার্যকর করতে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান চুয়াডাঙ্গায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
শনিবার সাড়ে এগারোটার সময় চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়, আলুকদিয়া, দৌলতদিয়াড় ও বড়বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭টি মামলায় ৭ জনকে সর্বমোট ১৭৫০/-( এক হাজার সাতশত পঞ্চাশ টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনা সহযোগীতা করেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও সদর থানা পুলিশ। জনস্বার্থে এ অভিযান চলতে থাকবে বলে জানিয়েছেন চুুুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান।