চুয়াডাঙ্গায় সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি মৎস্য ও প্রাণীসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সন্মননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ জুন) দুপুর ১টায় ওয়েভ ফাউন্ডেশনের কোষাঘাটা মিশ্রখামার মিলনায়তনে ফাউন্ডেশনের আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা তাসলিমা খাতুন, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী, পিকেএসএফের উপ-ব্যবস্হাপক ডা. সুলাইমান হোসেন ও ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা বলেন, পরিকল্পিত উপায়ে যেকোন কাজেই সফলতা আসে। সে কারনে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতে উন্নতী করতে হলে সংশ্লিষ্ট দপ্তরে কর্মরতদের সহায়তা নিতে হবে। সহায়তা নিয়ে এগুলে উদ্যোক্তাদের প্রতিষ্ঠান গুলো বড় পরিসর লাভ করবে। যা দেশ ও মানুষের কাজে আসবে।
অনুষ্ঠানে কৃষি মৎস্য ও প্রাণীসম্পদ খাতে সফলতার জন্য ৬ জন উদ্যোক্তাকে ক্রেস্ট ও নগদ টাকা দিয়ে সন্মাননা জানানো হয়।