যে কোনও দেশের যুব সমাজ সেই দেশের সবচেয়ে বড় শক্তি। যুবসমাজই একটি আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় লিড বাংলাদেশ প্রকল্পের যুবদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে বারোটার সময় চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাসুম আহমেদ এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন লিড বাংলাদেশ প্রকল্পের ১৫ জন সামাজিক ব্যবসায় উদ্যোক্তা।
ব্রিটিশ কাউন্সিলের আওতাধীন ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতার চুয়াডাঙ্গায় যুব নেতৃত্ব ও যুব উদ্যোক্তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরই মধ্যে চুয়াডাঙ্গায় জেলায় মোট ৫০০ জন যুবকদের যুব নেতৃত্ব ও যুব উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
চুয়াডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশন এঁর পক্ষে উপস্থিত ছিলেন লিড বাংলাদেশ প্রকল্পের সমন্বয়কারী শরিফুল আলম ও প্রকল্প অফিসার মাসুদুর রহমান।
এ সময় শরিফুল আলম বলেন মুলত বিপুল সম্ভাবনা নিয়ে বাংলাদেশের যুবসমাজকে দক্ষ আধুনিক বিজ্ঞানমনষ্ক সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে। যুব উন্নয়নের বিভিন্ন সেবা ও নিজেদেরকে কিভাবে উদ্যোক্তা তৈরি করা যায় এই প্রসঙ্গে মূলত এই মতবিনিময় সভা করা হয়।