চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামে স্ত্রী নয়ন তারাকে রড দিয়ে হত্যা ও কন্যা শিশুকে আহত করার প্রতিবাদে তার স্বামী আনোয়ার ও অভিযুক্ত ব্যাক্তিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা সদর থানার সামনে মানববন্ধন করে পিরোজপুর এলাকাবাসী ও স্বজনেরা।
উল্লেখ যে গত ২৮শে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার সময় চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া গ্রামে স্ত্রী সাদিয়া সুলতানা ওরফে নয়নতারাকে(৩৫) লোহার রড দিয়ে হত্যা মামলা দায়ের করা হয়।মামলায় স্বামী আনোয়ার হোসেন সহ তার ভাই ভাবিকে আসামি করা হয়।
গত মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন নিহতের মা মাছুরা খাতুন। তবে এই মামলার প্রধান আসামি স্বামী আনোয়ার হোসেন কে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে সন্দেহ স্বামী-স্ত্রী দাম্পত্য কহল চলে আসছিলো। এরই জের ধরে সোমবার রাত আটটার সময় তাদের ভিতরে কথাকাটির এক প্রেক্ষিতে লোহার রড দিয়ে স্বামী আনোয়ার হোসেন তার স্ত্রী নয়ন তারাকে লোহার রড দিয়ে ক্ষত বিক্ষত করে এতে ঘটনাস্থলে মারা যান স্ত্রী নয়ন তারা। মাকে ঠেকাতে গিয়ে মাথায় রডের আঘাত পেয়ে গুরুতর আহত হন মেয়ে জান্নাতুল ফেরদৌস টুনি। আনোয়ার-নয়নতার দম্পত্তির এক ছেলে এক মেয়ে।
এ সময় মানববন্ধন কারী পিরোজপুর এলাকাবাসী ও স্বজনেরা নয়নতারার খুনি স্বামী আনোয়ারের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।