চুয়াডাঙ্গা জেলার তিনটি সীমান্তে আলাদা সাতটি অভিযানে ভারত থেকে পাচার করে আনা ৩২টি গরু ও ২৪টি মহিষ আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় এক ভারতীয় সহ দুই পাচারকারী কে আটক করে বিজিবি।
শুক্রবার দিন ব্যাপি এ অভিযান চালানো হয়। আটককৃত গবাদি পশুর আনুমানিক মূল্য ৮০ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিনের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর, মুন্সিপুর ও ফুলবাড়ী সীমান্তে সাতটি অভিযান চালানো হয়।
এ সময় ভারত থেকে পাচার করে আনা ৫৬ টি গবাদি পশু আটক করা হয়। একই সাথে পাচারের সাথে জড়িত থাকায় ভারতীয় নাগরিক নদীয়া জেলার চাপড়া থানার হাটখোলা গ্রামের ফলোহার মন্ডলের ছেলে রাজ্জাক মন্ডল (৪৫) ও বাংলাদেশী নাগরিক দামুড়হুদা কুল্লুখাল পাড়ার সবদুল হকের ছেলে শাহীন আলমকে (১৮) আটক করা হয়।
আটককৃত আসামীদের দামুড়হুদা থানায় সোপর্দ করা হয় এবং আটক গবা দিপশু দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে।
-চুয়াডাঙ্গা প্রতিনিধি