চেক রিপাবলিক এর জাতীয় দলে মনোনীত বাংলাদেশ প্রবাসী মেহেরপুরের সোহাস।
গত ১০ এ ফেব্রুয়ারি চেক রিপাবলিক জাতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজার ভোসতে হাসা এ সংক্রান্ত মেইল প্রেরণের মাধ্যমে নিশ্চিত করেন ।
সোহাস মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আবুল কাশেম (মাস্টার) এর ছোট ছেলে ।
২০১৬ সালের শেষের দিকে স্কলারশিপ পেয়ে চেক রিপাবলিকে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন।
এখন তিনি ইউনিভার্সিটি অফ দা ওয়েস্ট অফ স্কোটলান্ড বিশ্ববিদ্যালয় (ডিসটেন্স লার্নিং প্রোগ্রাম) লন্ডন শাখাই এমবিএ অধ্যয়নরত।
পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসার সাথে জড়িত আছেন।
উল্লেখ্য তিনি উচ্চশিক্ষার জন্য ২০০৯ সালের নভেম্বরে লন্ডন পাড়ি দেন সেখান থেকেই তিনি আন্ডার গ্রাজুয়েশন শেষ করেন।
লন্ডনে থাকা অবস্থায় ইউনিভার্সিটি ক্রিকেট লীগের সাথে নিজে সম্পৃক্ত হোন এরপর থেকেই লন্ডনে ক্লাব ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন ।
এদিকে ২০১৯ সালে চেক রিপাবলিকে নিজে ক্লাব ক্রিকেটের সাথে আবার যুক্ত হোন।
সেখানে তার ব্যাট ও বোলিং পারফরম্যান্স টিম সিলেক্টর দের নজর কাড়ে। এরপর ফেব্রুয়ারি ১০ তারিখে
অফিশিয়ালি চেক রিপাবলিক জাতীয় ক্রিকেট দল তাকে ২০২০ সালের জন্য চুক্তিবদ্ধ করে।
আসন্ন ম্যাচগুলোর ভিতরে অন্যতম ০৮ জুন ২০২০ মেন্স টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউরোপিয়ান কোয়ালিফায়ার আয়োজনে বেলজিয়াম এবং মে ২০২০ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সাথে প্রীতি ম্যাচ, অনুষ্ঠিত হবে ডেনমার্কে।
মেপ্র/এমএফআর