সময় যখন আসবে আমার
থাকবে নতুন কিছু,
শিশির কণার মতো সেদিন
দুঃখ ছাড়বে পিছু ।
রং ছড়াবে নতুন আলো
আসবে পাশে সবে,
আশায় বসে বৃষ্টি বিলাস
এমন দিনও হবে ।
রাত্রি আবার ঘ্রান ছড়াবে
চাঁদ পাঠাবে আলো,
থাকবে পাশে প্রিয় মানুষ
লাগবে কতো ভালো ।
ভোরের বাতাস পরশ দেবে
শিতল করে দেহ,
শুভ্রতায়ে থাকবো পাশে
ভাবতে পারে কেহ !
আমার সুদিন নতুন আশা
আসবে আমার তরে,
মুচকি হাসি চোখের কাজল
দেখবো হৃদয় ভরে ।