চীনের জনগণকে ঘরে আটকে রেখেছে সরকারের কর্মকর্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে এমন ঘটনা দেখা গেছে। দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপকহারে ছড়িয়ে পড়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
গত বছর উহানে যখন করোনা ভাইরাস প্রথমবারের মতো থাবা বসায় তখন সেখানেই এই একই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে তাইওয়ান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
চীনের নিজস্ব মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম উয়েবো, টুইটার ও ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সরকারি কর্মীরা জীবণুরোধী পিপিআই পরে বাড়ির সামনে লোহার আড়াআড়িভাবে শিক আটকে দিচ্ছে।
এমনকি একদিনে তিনবারের বেশি দরজা খুললে তাদের তিরস্কার করা হচ্ছে বলে জানা গেছে।
তবে ওইসব বাড়ির বাসিন্দারা কীভাবে জরুরি প্রয়োজনে বাইরে যাচ্ছে সে ব্যাপারে তাইওয়ান নিউজ বিস্তারিত কিছু জানায়নি।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন গত আগস্টের ৯ তারিখে ১৪৩ জনের করোনা আক্রান্তের খবর দিয়েছে। জানুয়ারির ২০ তারিখের পর এই প্রথম দেশটিতে এতো মানুষ সংক্রমিত হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।