ছড়িয়ে যাক বিশ্বে
কোরআনের বাণী,
ইহুদি আর খ্রিষ্টান
চায়’না তা জানি।
তবুও যে মুসলিম
কোরআন নিয়ে,
প্রভুরই কাজ করে
মন প্রাণ দিয়ে।
হিংসার মনোভাবে
কাফেরের দল,
মুসলিম হত্যায়
থাকে অবিচল।
দেশে দেশে দেখি আজ
মুসলিম শত,
ইহুদি আর খ্রিষ্টান
মারে অবিরত।
একতার অভাবেই
বেদুইন ঝড়ে,
মসজিদের ভেতরেও
গুলি খেয়ে মরে।
জাগো হে মুসলিম
জ্বলো একবার,
শয়তানের ঘাঁটি পুড়ে
হবে ছারখার।