ঢাকার তোপখানাস্থ জাতীয় প্রেসক্লাবে মেহেরপুরের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে চমৎকার মেহেরপুর আড্ডা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের দোতলার কমিটি রুমে এ আড্ডা অনুষ্ঠিত হয়।
সভায় মেহেরপুরের ইতিহাস –ঐতিহ্য তুলে ধরার জন্য মেহেরপুর ফাউন্ডেশন গঠন ও ইতিহাস ভিত্তিক একটি সম্পাদনা গ্রন্থ রচনা করার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
মেহেরপুর আড্ডা ও মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন মেহেরপুরের কৃতী সন্তান পথিকৃৎ ক্রীড়া সাংবাদিক ও জাতীয় প্রেস ক্লাবের জীবন সদস্য মুহম্মদ কামরুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক কবি-সাংবাদিক-মিডিয়া ব্যক্তিত্ব সৈকত রুশদী, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য কবি ও সাংবাদিক তারিক-উল ইসলাম, সাপ্তাহিক মুক্তিবাণীর ভারপ্রাপ্ত সম্পাদক মুহম্মদ রবীউল আলম,মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, লেখক-গবেষক নাফিজউদ্দিন খান, দৈনিক জবাবদিহি পত্রিকার মফস্বল সম্পাদক তসলিমা খাতুন, শিল্পানুরাগী আযম খান দীপু, সৈকত রুশদীর স্ত্রী কবি শিউলী জাহান রুশদী হক ও কন্যা শিল্পানুরাগী উপল রুশদী হক।
কানাডা প্রবাসী সাংবাদিক সৈকত রুশদী এই মেহেরপুর আড্ডা ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন।