বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠিত হওয়ার পর সম্প্রতি সেখান থেকে মুক্তির অনুমতি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘দরদ’। অবশেষে ১ মিনিট ১৫ সেকেন্ডের টিজার প্রকাশের মাধ্যমে জানা গেল ‘দরদ’ সিনেমা মুক্তির তারিখ।
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ‘দরদ’ সিনেমার টিজার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, ‘অপেক্ষা অবসান। বহুল প্রতীক্ষিত দুলু মিয়া আসছে বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।’ ছবিটি মুক্তির তারিখ নিশ্চিত করে পরিচালক অনন্য মামুন বললেন, ‘আগামী ১৫ নভেম্বর আমরা প্রেক্ষাগৃহে আসছি। শুধু বাংলাদেশ নয়, একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি। আস্তে আস্তে সব জানিয়ে দেওয়া হবে।’
প্রসঙ্গত, ‘দরদ’ ছবিতে শাকিব খানের চরিত্রের নাম দুলু মিয়া। শাকিব খানের ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া টিজার এক ঘণ্টায় দুই হাজারের বেশি শেয়ার হয়েছে। রিঅ্যাকশন এসেছে ৬০ হাজারের মতো এবং মন্তব্য করা হয়েছে সাত হাজারের বেশি। ভিউ হয়েছে ৬ লাখের কাছাকাছি।
ছবিটির মুক্তির খবর সবার সামনে আনতে পেরে খুশি পরিচালক অনন্য মামুন। তিনি বললেন, ‘ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে। সেভাবেই এগোচ্ছি আমরা। আমরা কষ্ট করে ছবিটি বানিয়েছি। এখন যাদের জন্য বানানো হয়েছে, ছবিটি তাদের কাছে পৌঁছে দিতে পারলেই আমাদের পরিশ্রম সার্থক।’
এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’
কাজী হায়াতের কথার সঙ্গে মিল পাওয়া গেল খিজির হায়াত খানের কথার সঙ্গেও। তিনি বললেন, ‘এটি পুরোপুরি বাণিজ্যিক ছবি। শাকিব খান বেশ ভালো অভিনয় করেছেন। অনন্য মামুন ও তার টিম যে পরিশ্রম করেছে, তা পর্দায় দৃশ্যমান। ছবিটা দ্রুত প্রেক্ষাগৃহে আসুক। প্রেক্ষাগৃহ চাঙ্গা হোক। আমার বিশ্বাস, প্রেক্ষাগৃহ চাঙ্গা হবে।’
যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে ‘দরদ’।
নভেম্বর অথবা ডিসেম্বরে ‘দরদ’ প্যান ইন্ডিয়া ছবি হিসেবে বাংলাদেশ, ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। চলতি বছর পবিত্র ঈদুল আজহায় ‘দরদ’ ছবির টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে তৈরি ছবির সেই টিজার নজর কাড়ে। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রসায়ন নিয়ে আলোচনা হয়। শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।
সূত্র: ইত্তেফাক