জানি দেখা হবে,
আমার অপেক্ষার পথ চেয়ে থাকা
কোনো এক মেঘলা দিনে,
ঘন বর্ষণে তুমি আর আমি,
মাঝ রাস্তায় দাড়িয়ে হয়তো দেখা হবে।
আধার কালো কোনো এক রাতে দীঘীর পাড়ে
জোনাকির আলোয় তোমায় দেখবো আমি।
জানি দেখা হবে ঐ কৃষ্ণচূড়া গাছটার নিচে,
কোনো এক বসন্তে মিষ্টি কুহুর ধনি শুনে
হয়তো আবার ও বলবে ভালোবাসার জন্য।
তোমার এখ জোড়া চোখের মায়া
আর একটি হৃদয়ই যথেষ্ট।
জানি দেখা হবে কুয়াশা ঘেরা
শীতের নতুন এক ভোরে,
খালি পায়ে শিশির ভেজা ঘাসের ওপর
হেটে চলা মাঝ পথে, হয়তো দেখা হবে,
শিউলি ফুলের মুগ্ধতার শুভাসে হারিয়ে যাবো কয়।
এক মুহূর্ত সিগ্ধ মুড়ানো ভালোবাসার চাদরে,
আমার অপেক্ষায় তুমি আর
তোমার অপেক্ষায় আমি আর আমার
এক জোড়া চোখ শুধু তোমার অপেক্ষায়।