দুঘটনা এড়াতে জীবননগর থানা পুলিশের সচেতনামূলক কমকান্ড নো-হেলমেট নো ফুয়েল এই প্রতিপাদ্যকে সামনে রেখে জীবননগর উপজেলার প্রতিটি তেল পাম্পে একটি করে ব্যানার স্থাপন করা হয়।
আজ বুধবার বিকাল ৪টার সময় জীবননগর থানা পুলিশের আয়োজনে উপজেলার ৫টি তেল পাম্পে এ সচেতনামূলক ব্যানার স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) মোঃ নাসির উদ্দিন মৃধা,জীবননগর থানার ওসি (তদন্ত) আবু সাঈদ,এস আই নাহিরুল ইসলাম,এস আই রায়হান উদ্দিন,এস আই গোপাল,এ এসআই শামিনুর রহমান,ইউনুস আলী প্রমুখ।
জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন,হেলমেট একজন মোটরসাইকেল চালকের জন্য নিরাপত্তা । হেলমেট মাথায় থাকলে অনেক দুঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। সামনে কোরবানীর ঈদ এই ঈদকে সামনে রেখে অনেক তরুন যুবকরা আছে যারা দুরত্ব গতিতে গাড়ি চালিয়ে থাকে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহন করবো ।
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার স্যারের নিদেশে আমরা জীবননগর উপজেলার প্রতিটি তেল পাম্পে সচেতনামূলক ব্যানার টাঙ্গিয়ে দিয়েছি এবং তেল পাম্পের ম্যানেজারদের সতক করে দেওয়া হয়েছে যদি হেলমেট বাদে কাউকে তেল দেওয়া হয় তা হলে পাম্প কতৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।