চুয়াডাঙ্গা জীবননগরে আন্তজেলা ডাকাত দলের দুই শীর্ষ সদস্য পুলিশের হাতে আটক হয়েছে।
বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে দামুড়হুদা ও জীবননগরের সার্কেল এ এস পি আবু রাসেল ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামের হানিফ ড্রাইভারের বাড়িতে অভিযান চালিয়ে
মাদারীপুর জেলার কালকিনী উপজেলার আঃ আজিজ সরদারের ছেলে আন্তজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য খবির সরদার (৫৫)এবং মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আন্তজেলা ডাকাত দলের সদস্য জনি শেখকে(৩১) তার শ^শুরবাড়ি মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রাম থেকে আটক করে ।
এ সময় তাদের নিকট থেকে ডাকাতি করা অর্থের ভাগস্বর ৩হাজার টাকা উদ্ধার করে ।উল্লেখ্য গত ২৭-৬-২০ ইং তারিখে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের মিনাজপুর গ্রামের হামিদুজ্জামান টিটুর বাড়িতে সঙ্গবদ্ধ অবস্থায় ৬/৭জন ডাকাতদল বাড়ির বাউন্ডারির দেওয়াল টপকিয়ে ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বাড়িতে অবস্থানরত সকলের হাত,পা বেধে নগদ টাকা,স্বনালংকার ,মোবাইল ফোন সহ সর্বমোট দুই লক্ষ ৮৩হাজার ৮০০ টাকার মালামাল লুট করে নেয়।
ঘটনার পাঁচ দিনের মাথায় ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার হওয়ায় এলাকার সাধারন মানুষের মধ্যে একটি স্বস্থী দেখা গেছে।এ বিষয়ে গতকাল বৃহসপ্রতিবার বেলা সাড়ে ১২টার সময় এ এস পি আবু রাসেল জীবননগর থানায় উপস্থিত হয়ে একটি প্রেস বিফ্রি করেন ।
এ সময় তিনি বলেন অপরাধী যতবড় শক্তিশালী হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না ।এর সাথে যারা আরো জড়িত আছে তাদের কেউ খুব শিঘ্রই আটক করা হবে ।