জীবননগরে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার পোশাক বিতরণ করা হয়েছে। আজ রবিবার বিকাল ৩টার সময় জীবননগর ইয়ুথ এ্যাসেম্বলির আয়োজনে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে পাঞ্জাবী, শাড়ী ও ফতুয়া বিতরণ করা হয়।
জীবননগর ইয়ুথ এ্যাসেম্বলির সভাপতি মিঠুনর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. মোঃ বেলাল হোসেন ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, মনোহরপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়ার কর্মকর্তা মোঃ কামরুজ্জামান যুদ্ধ, ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা আশরাফুল ইসলাম লিটন, রইচ উদ্দিন, মিরাজ হোসেন, জীবননগর ইয়ুথ এ্যাসেম্বলির সদস্য লাবনী খাতুন, ঐশ্বর্য সাহা , ঐশী, মেহেদী হাসান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর ইয়ুথ এ্যাসেম্বলির সদস্য তুহিনুজ্জামান।