জীবননগরে জেলা পরিষদের জমির ইজারাদার মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার সময় জীবননগর পৌর সভার ইসলামপুর মোড়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগরে জেলা পরিষদের জমির ইজারাদার মালিক সমিতির সভাপতি মুন্সী নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জীবননগরে জেলা পরিষদের জমির ইজারাদার মালিক সমিতির উপদেষ্টা সাবেক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক মেয়র হাজী আশরাফুল হক, হাজী মশিয়ার রহমান, রফিকুল ইসলাম পচা,
সাবেক চেয়ারম্যান শাজাহান আলী, হাজী আঃ মজিদ, জীবননগর জেলা পরিষদের জমির ইজারাদার মালিক সমিতির সদস্য শিক্ষক আঃ সামাদ, সাবেক চেয়ারম্যান আঃ হান্নান, কাজী খালিদ, আহসান হাবিব বকুল, সাবেক কাউন্সিলর আঃ রশিদ, কাউন্সিলর আবুল কাশেম, আরিফুজ্জামান, সাবেক ব্যাংকার রশিদুল ইসলাম, মাজেদুল ইসলাম মিল্টন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জীবননগর জেলা পরিষদের জমির ইজারাদার মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।