সারাদেশে ধর্ষণ রুখে দাও স্লোগানে জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যুথ এ্যাসেম্বলীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ইয়্যুথ এ্যাসেম্বলীর সাথে যোগ দিয়েছেন আরো স্থানীয় স্বেচ্চাসেবী সংগঠন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর বঙ্গবন্ধু উন্মুক্তমঞ্চের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইয়্যুথ এ্যাসেম্বলির জীবননগর শাখার সভাপতি সাংবাদিক মিথুন মাহমুদের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক, সমাজসেবক, জনপ্রতিনিধিরা।
এ সময় বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজসহ দেশের বিভিন্ন প্রান্তের নারী ধর্ষণ, নারীর শ্লীলতাহানি, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং ধর্ষকের কঠোর বিচার চেয়ে বক্তব্য প্রদান করেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু, জীবননগর উপজেলা লোকমোর্চার সাধারন সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, সাংবাদিক আকিমুল ইসলাম,
জহিরুল ইসলাম কাজী শামসুর রহমান, মাজেদুল ইসলাম, মফিজুল ইসলাম , মহিলা নেন্ত্রী রেনুকা আক্তার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইয়্যুথ এসেম্বলীর জেলা সমন্বয়কারী আব্দুস সালাম, সদস্য স্বর্ণা, লাবনী ও নিশান, রাজিব হোসেন, বন্ধু রক্তদান কেন্দ্রের ঐশ^র্যসাহা প্রিয়া, আব্দুল্লাহ, শাকিল হাসান, তালহা ফাউন্ডেশনের জুবায়ের আহমেদ, এফএসডিওর সভাপতি তুহিনুজ্জামান, পিবিআরবির সভাপতি সাদিয়া খাতুন,স্বপ্ন ছোয়া সংগঠনের জসিম উদ্দিন, লোকমোর্চার সমন্বয়কারী আব্দুল আলীম সজল, ইয়্যুথ এসেম্বলীর জীবননগর উপজেলার সমন্বয়কারী লিটন উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় দল মত নির্বিশেষে ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখেন সেই সাথে ধর্ষণ বন্ধে তারা আইনের কঠোর প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।