জীবননগরে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে । সোমবার সকাল সাড়ে ১০টার সময় সেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রে.এফ,এস,ই ও এবং ইয়ুথ এ্যাসেম্বলির আয়োজনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাশপুর গ্রামে পরিত্যাক্ত রাস্তার পাশে ফলজ ,বনজ ও ঔষধী গাছ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন,জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )সাইফুল ইসলাম,জীবননগর থানার ওসি তদন্ত ফেরদৌস ওয়াহিদ,সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন,বন্ধু রক্তদান কেন্দ্র ও ইয়ুথ এ্যাসেম্বলির সভাপতিমিথুন মাহমুদ,এফ,এস,ই ওর সভাপতি তুহিন হোসেন ,ইয়ুথ এ্যাসেম্বলির যুগ্ন আহবায়ক মিসকাতুর রহমান রাজিব, নিশান আহম্মেদ ,লাবনী জামান,সাদিয়া ,রিয়াজ হোসেন,আশিক ,জাহিদ,তৌফিকসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।