জীবননগরে ৫ম দিনের মত চলছে লকডাউন ।লকডাউন না মানা ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় -৬পথচারীকে১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার সময় জীবননগর পৌর শহরের বিভিন্ন স্থানে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় লকডাউন না মানা ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করার অপধারে ৬ জন পথচারীকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম ।