চুয়াডাঙ্গা জীবননগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস । শনিবার সকাল ৮টার সময় মুক্কিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সমানে ৩১বার তোপধ্বনি ও জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ,শরীরচর্চা প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,পৌর মেয়র রফিকুল ইসলাম,জীবননগর থানা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ,সাধারন সম্পাদক আব্দুল লতিফ,বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান,দলিল উদ্দিন দলু,জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি,জীবননগর পৌর আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন,সাধারন সম্পাদক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক,জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোট বাবু,সাধারন সম্পাদক মজিবার রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মি ও সুধীব্যাক্তিগন উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা মাধমিক শিক্ষা অফিসার দ্বিনেশ চন্দ্র পাল ,উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার।