চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জীবননগর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে উপজেলার ৭০জন মুক্তিযুদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকুনুজ্জামানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মর্তুজা, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু প্রমূখ।
এছাড়াও উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।