জীবননগর থানা পুলিশের ক্রেতা সেজে অভিনব কায়দায় অভিযান চালিয়ে নকল সোনার মুর্তিসহ দুই প্রতারক মুর্তি ব্যবসায়ী আটক করেছে ।
গত মঙ্গলবার বিকালে জীবননগর থানার অফিসার ইনচাজ (ওসি) আঃ খালেকের নির্দেশে এসআই ওসমান গনি সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের বটতলা নামক এলাকার মাঠে অভিযান চালিয়ে নকল স্বর্ণের মুর্তিসহ দুই প্রতারক মুর্তি ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
নকল স্বর্ণের মুর্তিসহ মুর্তি ব্যবসার সাথে জড়িত দুই প্রতারক বেনিপুর গ্রামের মজনু হকের ছেলে রুবেল হক (৩০) ও একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে ওয়াসিম আকরাম (২২)কে হাতেনাতে গ্রেফতার করেন।
আটককৃত প্রতারকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জীবননগর থানায় প্রতারণার মামলা করেছে।