জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লাভলী খাতুনকে গ্রেফতার করেছে।
মোছাঃ লাভলী খাতুন, জীবননগর থানার বঁকা গ্রামের মাসুদ রানার স্ত্রী।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই নিঃ) মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গতকাল (২৪ আগস্ট) ঢাকার ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডসহ ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত জিআর সাজা-২ টি আদালতের জিআর-১টিসহ ৩ টি মামলায় পরোয়ানাভূক্ত সে।
লাভলী খাতুন দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।