জীবননগরে শীতার্ত প্রবীণদের মাঝে কম্বল ও পরিপোষক ভাতা বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার ১২টার সময় ওয়েভ ফাউন্ডেশন ও সীমান্ত ইউনিয়ণ প্রবীণ কমিটির আয়োজনে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া প্রবীণ কেন্দ্রে এ কম্বল বিতরণ করা হয়।
সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত ৬০জন প্রবীণদের মাঝে কম্বল ও পরিপোষক ভাতা বিতরণ করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন মোড়ল, সাবেক শিক্ষক শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মধু প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন আশরাফুজ্জামান লিটন।