জীবননগর উপজেলার হাসাদাহে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হাসাদাহ রেনের্সাস ক্লাব একাদশ বনাম জীবননগর খেলোয়ার কল্যাণ সমিতি একাদশ মুখোমুখি হয়। খেলায় হাসাদাহ রেনের্সাস ক্লাব ০-১ গোলে জীবননগর খেলোয়ার কল্যাণ সমিতি একাদশ জয়ী হয়। খেলায় প্রথমে জীবননগর খেলোয়ার সমিতি একাদশের খেলোয়ার শামিমের বা পায়ের একটি শটে গোল হলে হাসাদাহ রেনের্সাস ক্লাবের খেলোয়ারেরা গোল শোধ করার লক্ষে মরিয়া হয়ে ওঠে। খেলার সময়ের মধ্যে গোল না শোধ করতে না পারায় খেলায় সময় শেষ হলে রেফারির বাঁশি বাজিয়ে দেয়।
খেলাই ম্যান অব দ্য মাচ এর পুরস্কার গ্রহণ করেন জীবননগর খেলোয়ার কল্যাণ সমিতি একাদশের খেলোয়ার শামিম। পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ইশা, বিশেষ অতিথি ছিলেন, হাসাদাহ প্রেস ক্লাবের সভাপতি ডি এম মতিয়ার রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন হাসাদাহ ইউনিয়নের যুবলীগের সভাপতি জুম্মত আলী মন্ডল, হাসাদাহ ইউনিয়ন আ.লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি শুকুর আলী মন্ডল, হাসাদাহ ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি মিন্টু মিয়া, যুগ্ম-সম্পাদক তরিকুর ইসলাম, সাংবাদিক আল-আমিন, মনিরুজ্জামান রিপন, বদরুজ্জামান শ্যামল, যুবলীগের নেতা রহিম, লালন মন্ডল, লাল্টু মিয়া, আব্বাস আলী, মাসুম মন্ডল, আলাউদ্দীন প্রমুখ।
খেলায় জীবননগর খেলোয়ার কল্যাণ সমিতি একাদশের অধিনায়কের দায়িত্ব ছিলেন সবুজ ও হাসাদাহ রেনের্সাস ক্লাবের অধিনায়ক সুমন। খেলাই ধারাভ্যাকারে ছিলেন সাব্বির রহমান, রেফারি ছিলেন ইসমাইল; সহকারী ছিলেন হাবিবুর রহমান ও টুটুল।