একটা সিকি জীবন!
হারাবার কিছু নেই!
কেবল কেঁচোর মতো এঁকে-বুকে যতটুকু চলা।
তা-ও তো অজস্র খানা-খন্দ
যার শেষ বুঝি নেই!
তুবু পাড়ি দিই!
পাড়ি দিতে হয়!
জামিনের উপর জামিন নিই।
বিশ্বস্ত হাতে আশার বেলাভূমিতে
পুনঃ পুনঃ নতুন বীজ বুনি
আহা! পাতা গজাবার আগেই দারুণ খরার পদধ্বনি!
জীবনের সাথে বুঝি আর আপোষ হলো না!
না বলা গল্পটিও আর বলা হলো না!