মেহেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে ‘৩রা নভেম্বর’ জেল হত্যা দিবস উপলক্ষে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যামে ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহিন, দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. পল্লব ভট্ট্রাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যার মোমিনুল ইসলাম মোমিন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল প্রমুখ। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।