কুষ্টিয়া জেলা রেজিস্ট্রার অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো.আসলাম হেসেন। গতকাল বুধবার দুপুরে তিনি জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে যান। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
এ সময় তিনি কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং বিভিন্ন সমস্যার সমাধান এর নির্দেশনা দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার প্রভাকর সাহা, সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ, কুমারখালী সাব-রেজিস্ট্রার মকছু মিয়া, দৌলতপুর সাব-রেজিস্ট্রার বিলকিছ আরা, জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী ইব্রাহিম হোসেন, সদর অফিস সহকারী রফিকুল ইসলামসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, এখন থেকে রেজিস্ট্রি অফিসে যে সকল জমি রেজিস্ট্রি হবে তার দলিল তৈরি করার পর গ্রহীতাদের মাঝে দ্রুত হস্তান্তর করতে হবে। কোন গ্রাহক জমি রেজিস্ট্রি করতে এসে দুর্নীতি ও ভোগান্তির শিকার যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।
তিনি আরো বলেন, জেলার সকল জমি ক্রেতা-বিক্রেতা আপনারা নিজেরাই জমি ক্রয়-বিক্রয়ের জন্য সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমি রেজিস্ট্রির জন্য আবেদন করতে পারবেন। জমি রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রার কাগজপত্র যাচাই-বাচাই করে আপনার দলিল সম্পাদন করে দিবে। কোন তৃতীয় ব্যক্তির নিকট যাওয়ার প্রয়োজন নেই। সরকারী ফি ছাড়া অতিরিক্ত টাকা কোথাও প্রদান করবেন না বলে তিনি জানান। শেষে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।