ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আনসারী’র গতকাল ৯ম মৃত্যুবার্ষিকী। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২০১১ সালের ১২ই অক্টোবর মারা যান।
সংবাদ সংগ্রহকালে তিনি দুপুর ২টার দিকে মহেশপুর সীমান্তের মাটিলা বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬১ বছর। ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার এইচ এস এস সড়কে তার বাড়ি। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
আইন পেশার পাশাপাশি এম এ আনসারী ৭০ দশক থেকে সাংবাদিকতায় যুক্ত। তিনি অল্প সময়ের জন্য কলেজে অধ্যাপনাও করেছেন। তিনি ঝিনাইদহ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা।
আনসারী একাধিকবার ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ইংরেজী দৈনিক দি ইনডিপেনডেন্ট পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ছিলেন তাছাড়া তৎকালীন ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নবগঙ্গা’র সম্পাদক ছিলেন ।
ঝিনাইদহ প্রেসক্লাবের পক্ষথেকে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেণ, এছাড়া তিনি যেন বেহেশত নসীব হন এ দোয়ার প্রার্থনা করেন তার পরিবার থেকে।