বিদেশি সাংস্কৃতি চর্চা বাদ দিয়ে দেশীয় সাংস্কৃতিক চর্চা করে দেশকে ভালো কিছু উপহার দেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। আজ শুক্রবার সন্ধায় ঝিনাইদহ সিও বেসরকারী সংস্থার প্রধান কার্যালয়ের ৮ম তলায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ অংকুর নাট্য গোষ্ঠির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অংকুরের সহ-সভাপতি ও এরিনা এগ্রো কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউল ইসলাম খানের সভাপতিত্বে এবং অংকুরের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী সংস্থা সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এনামুল কবির মুকুল, অংকুরের সহ-সভাপতি ও যুবদল নেতা আহসান হাবীব রনক, নাট্য ও ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদীন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ ।
প্রধান অতিথি এ্যাড: এম মজিদ তার বক্তব্যে বলেন, সাংস্কৃতিক অঙ্গন সম্পর্কে এখনোও অনেকের ধারণা অস্পষ্ট। সাংস্কৃতিক কর্মীদের কাছ থেকে জনগন ভালো কিছু আশা করে। তিনি বলেন, মানুষ ভাবছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে। আমি যদি নির্বাচিত হয় এবং আমার দল যদি ক্ষমতায় যায় তাহলে জেলার বিভিন্ন শ্রেণীর মানুষের সহযোগিতা করার চেষ্টা করবো। সাংস্কৃতিক কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বিদেশি সাংস্কৃতিক চর্চা বাদ দিয়ে দেশীয় সাংস্কৃতিক চর্চা করে দেশের মানুষকে ভালো কিছু দেওয়ার আহ্বান জানান। অংকুর আমার প্রানের সংগঠন, আমার দল সরকার গঠন করলে, সরকারের সব ধরনের সুযোগ সুবিধা প্রথমে অংকুরকে দেওয়ার আশ্বাস দেন।