ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারফা গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের ৫০ বছরের বসত ভিটার উপর দিয়ে রাস্তা নির্মাণ ও বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী আশরাফুল ইসলাম খোকন বাহিনী কতৃক রাস্তার জমি দখল ও হুমকি ধামকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে মিলনায়তনে পরিবারের পক্ষ থেরক লিখিত বক্তব্য পাঠ করেন অবসর প্রাপ্ত কলেজ শিক্ষক সামসুর রহমান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন তাদের পরিবারের সদস্যরা চাকুরি ও পড়াশোনার জন্য গ্রামের বাহিরে অবস্থান করেন। তিনি বৃদ্ধ মা-বাবাসহ গ্রামে বসবাস করেন এবং কৃষিকাজ দেখা শোনা ও তদারকি করেন । এমতাবস্থায় ১৯৯ নং বারফা মৌজার দাগ নং-৫২০ তে ৩৫ শতক জমির উপর আমাদের ৫০ বছরের পুরাতন বসত ভিটা । এসএ রেকর্ড অনুযায়ী বসত ভিটার পাশ দিয়ে বারফা-পরানপুর রাস্তা চলে গিয়েছে। রাস্তাটি আমাদের বসত ভিটার স্থানে বাক ছিলো কিন্তু আরএস রেকর্ডে এসে উক্ত রাস্তা নকশায় সোজা করা হয়েছে ফলে আমার বসতভিটার জমি এক শতক কমে গিয়ে রাস্তা নকশানুসারে আমার বাড়ীর জমিতে ঢুকে পড়ছে। উক্ত সমস্যার প্রতিকারের জন্য আমরা বিজ্ঞ ঝিনাইদহ আদলতে একটি মামলা দায়ের করি । মামলার শুনানিয়ান্তে আদালত তাদের পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয় এমতাবস্থায় আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় সন্ত্রাসী আশরাফুল ইসলাম খোকন ও তার সহযোগীরা জোর পূর্বক মুল রাস্তা দখল করে তাদের বসত ভিটার মধ্যে রাস্তার নকশা করে তাদের জমিও দখল করে নিচ্ছে। এবং তার পিতা মাতাসহ তাকে হত্যা ও ঘরবাড়ী জ¦ালিয়ে দেওয়ার হুমকি দিয়ে চলেছে এবং আইনের আশ্রয় গ্রহন করলে বা কোন সংবাদিকদের বিষয়টি জানালে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে হুমকী দিচ্ছে। এই পরিস্থিেিত তিনি কালীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। যার নং-১৪৬/২১ তারিখ-০৩/১০/২১ । তিনি অভিযোগ করেন সাধারন ডায়েরির করার পর গ্রামের লোকজন ডেকে খোকন গং তাদের হুমকি দেয় যে গ্রামের কোন ব্যাক্তি তাদের বাড়ী কাজ করতে পারবে না। যদি কেউ কাজ করে তাহলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হবে এবং হাত পা ভেঙ্গে দেওয়া হবে এবং আমাদের পরিবারের সদস্যদের যেখানে পাবে সেখানেই হত্যা করা হবে।
সংবাদ সম্মেলনে কলেজ শিক্ষক সামসুর রহমান ও তার ছোট ভাই ব্যাংকার সুমন রহমান উপস্থিত থেকে বলেন এমতাবস্থায় তাদের পরিবারের সদস্যগণ এখন জীবন হানির আশংকা করছি। তারা জানান আশরাফুল ইসলামে খোকন বাহিনীর অন্যান্য সদস্য হলেন হযরত (যুবদলের সভাপতি), নজরুল ইসলাম পন্ডিত ( বোমা হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী), আব্দুল আলী (বিএনপি নেতা),বাচ্চু এবং বাপ্পি।
যে কারনে তাদের পরিবারের নিরাপত্তার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্খিত মুক্তিযোদ্ধা পরিবারটি উদ্ধর্তন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাসহ স্¦রাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনার দৃষ্টি আকর্ষনপুর্বক সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টিান্তমুলক শাস্তি প্রদান এবং স্থানিয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
কে এম সালেহ,
ঝিনাইদহ।
মোবাঃ ০১৭১২০৫৩৫৮৬