ঝিনাইদহে এসএসসি‘৯৪ বন্ধু ব্যাচের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।শনিবার দুপুরে বন্ধু এসএসসি’৯৪ ব্যাচের কার্যালয়ে এই আলোচনা সভা এবং আহবায়ক কমটি গঠন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাজ্জাদুর রহমান খাঁন, সাইফুর রহমান শিপলু, হাবিবুর রহমান, কাজী মোহাম্মদ আলী পিকু,আসাদ মুস্তাফিজ পিটুসহ অন্যান্যরা। আলোচনা শেষে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হন- সাজ্জাদুর রহমান খাঁন,.যুগ্ম-আহ্বায়ক ১. সাইফুর রহমান শিপলু, যুগ্ম- আহ্বায়ক ২. হাবিবুর রহমান শিনু এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হন আসাদ মুস্তাফিজ পিটু।
এছাড়া অন্যান্য সদস্যদের মধ্য থেকে ৫জন নির্বাহী সদস্য এবং বাকীরা সবাই সদস্য হিসেবে রয়েছেন। নতুন আহবায়ক আশাবাদ ব্যক্ত করেন আগামী ৩ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি গঠন করা হবে এবং অতিতের ন্যায় সকল সদস্য বন্ধুদের সাথে নিয়ে এলাকার আর্থসামাজিক কর্মকান্ড পরিচালনা করা হবে।