‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানী ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস ও ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
আইডিইবি জেলা শাখার আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহারিয়ার জাহেদী হিজল, আইডিইবি জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মুন্সী আবু জাফরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, দেশের উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার বাড়াতে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।