ঝিনাইদহে “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার- প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
এছাড়া ডিস্ট্রিক্ট ম্যানেজার, বাংলাদেশ গ্রাম আদালত মোঃ রাহিদুল ইসলাম, উপ পরিচালক সমাজ সেবা অধিদপ্তর আব্দুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার মুন্সী ফিরোজা, বিভিন্ন উপজেলার প্রকল্প সমন্বয়কারী, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় সরকার ও বেসরকারি সংস্থাসমূহের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের সমস্যা ও সমাধানের বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়। প্রচার-প্রচারনায় অংশীজনদের সহযোগীতার বিষয়েও আলোচনা করা হয়।